ভারতে আরও নিম্নমুখী করোনা সংক্রমণের হার। শনিবার নতুন সংক্রমিত শনাক্ত হয়েছে ৮০ হাজার ৬শ’র কিছু বেশি। যা ৭৩ দিনের মধ্যে সর্বনিম্ন।
এদিন প্রায় ১৭শ’ মৃত্যু রেকর্ড করা হয়েছে দেশটিতে। এই নিয়ে মহামারিতে ভারতের মোট প্রাণহানি ৩ লাখ ৭০ হাজার ছাড়ালো। এ পর্যন্ত মোট আক্রান্ত ২ কোটি ৯৪ লাখ ২৪ হাজারের বেশি। দেশটিতে এই মুহূর্তে করোনা পজেটিভ ১০ লাখের ওপর।
তবে সিভিল রেজিস্ট্রেশন সিস্টেমের সাম্প্রতিক তথ্য বলছে, করোনার সেকেন্ড ওয়েভে দেশটির মৃত্যু সংখ্যা প্রকাশিত সংখ্যার কয়েক গুণ বেশি। গবেষণা বলছে, গত দু’মাসে কেবল মধ্যপ্রদেশে ৪ হাজার ১শ’ মৃত্যুর কথা বলা হলেও প্রকৃত প্রাণহানি অন্তত ৩ গুণ বেশি।
গত বৃহস্পতিবার বিহার রাজ্যের করোনা পরিস্থিতির সংশোধিত পরিসংখ্যান প্রকাশিত হয়। যাতে এক লাফে মৃতের সংখ্যা ৭২ শতাংশ বেড়ে ৯ হাজারে দাঁড়ায়।
ইউএইচ/
Leave a reply