ব্রাজিল-ভেনেজুয়েলা ম্যাচ দিয়ে শুরু হচ্ছে কোপা আমেরিকা

|

আজ মধ্যরাতে পর্দা উঠছে ল্যাটিন আমেরিকার শ্রেষ্ঠত্বের আসর কোপা আমেরিকা। রাত তিনটায় টানা দ্বিতীয় শিরোপা জেতার লক্ষ্য নিয়ে ভেনেজুয়েলার বিপক্ষে মাঠে নামবে স্বাগতিক ব্রাজিল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দিবাগত রাত ৩টায়।

কোপা আমেরিকার এবারের আসরটি শুরুতে আর্জেন্টিনা আর কলম্বিয়ায় হওয়ার কথা ছিল। কিন্তু কলম্বিয়ার রাজনৈতিক অস্থিরতা আর আর্জেন্টিনায় করোনার প্রকোপে শেষ মুহূর্তে স্বাগতিক হয় ব্রাজিল। খেলা হবে ব্রাজিলের চার শহর রিও ডি জেনিরো, ব্রাসিলিয়া, কুইয়াবা ও গোইয়ানিয়ার ৫টি ভেন্যুতে। শেষ পর্যন্ত ১০ দলকে নিয়ে শুরু হচ্ছে এবারের আসর।

এদিকে ম্যাচ শুরুর আগেই বড় ধাক্কা খেয়েছে ভেনেজুয়েলা। কোচিং স্টাফ ও খেলোয়াড় মিলে সর্বমোট ১২ জন আক্রান্ত হয়েছে করোনায়। তবে আনুষ্ঠানিক ভাবে কেউ না জানালেও গুঞ্জন উঠেছে ৫ খেলোয়াড়ও করোনা আক্রান্ত।

বি গ্রুপের আরেক ফেভারিট কলোম্বিয়া সকাল ৬টায় লড়বে ইকুয়েডোরের সাথে। ইনজুরির কারণে এবারের আসর থেকে ছিটকে পড়েছে কলোম্বিয়ার হামেস রদ্রিগেস।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply