খালেদা জিয়ার জন্মতারিখ বিষয়ে তথ্য চাইলেন হাইকোর্ট

|

ফাইল ছবি।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মদিন সম্পর্কে বিভিন্ন মন্ত্রণালয়ে ভিন্ন ভিন্ন যে তথ্য রয়েছে তা ৬০ দিনের মধ্যে জমা দেয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

আজ রোববার হাইকোর্টের বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বে গঠিত ভার্চুয়াল দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন।

জাতীয় শোক দিবস ১৫ আগস্টে খালেদা জিয়ার জন্মদিন পালনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিটের শুনানি শেষে আদালত এ নথিপত্র তলব করেন। রিটে ১৫ আগস্ট খালেদা জিয়া অবৈধভাবে জন্মদিন পালন করায় তাকে কেনো আইনের আওতায় আনা হবে না- এই মর্মে রুল জারির আর্জি জানানো হয়েছে।

এছাড়া খালেদা জিয়ার সব শিক্ষাগত যোগ্যতা ও জন্ম নিবন্ধনের সব নথিও হাইকোর্টে দাখিল করার নির্দেশনা চাওয়া হয়।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply