উত্তর কোরিয়ার সামরিক শক্তি বাড়ানোর আহবান জানিয়েছেন প্রেসিডেন্ট কিম জং–উন।
শনিবার (১২ জুন) দেশটির সরকারি গণমাধ্যম কেসিএনএ’র খবরে জানা গেছে, সেন্ট্রাল মিলিটারি কমিশনের বৈঠকে তিনি এ আহবান জানান।
গত শুক্রবার ওই বৈঠক অনুষ্ঠিত হয়। কোরিয়ায় পরিবর্তিত পরিস্থিতিতে এই সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান কিম। জাতীয় প্রতিরক্ষা খাতে মোড় বদলাতে কিম গুরুত্বপূর্ণ পদক্ষেপগুলো নিয়ে আলোচনা করেন।
এ মাসের শেষে ক্ষমতাসীন দলের সেন্ট্রাল কমিটির পরিকল্পনাবিষয়ক বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সূত্র: রয়টার্স
Leave a reply