৩৮ জন স্ত্রী, ৮৯ জন শিশু ও ৩৩ নাতি নাতনি নিয়ে বিশ্বের বৃহত্তম পরিবারের প্রধান হিসাবে বিবেচিত মিজোরামের জিয়ানা চানা রোববার একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৭৬।
আইজল জেলা প্রশাসনের এক কর্মকর্তা জানিয়েছেন, জুনের ৭ তারিখ থেকেই চানা অসুস্থ ছিলেন। তারপর ডায়াবেটিস, হাইপারটেনশন এবং বার্ধক্যজনিত অন্যান্য সমস্যার কারণে কিছুদিন আগে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। তার অবস্থার দ্রুত অবনতি ঘটে এবং রোববার বিকেলে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মিজোরামের মুখ্যমন্ত্রী জোরামথঙ্গা টুইট করে জিয়ানাকে বিদায় জানিয়েছেন। তিনি বলেন, মিজোরাম এবং তার গ্রাম বকতাওং তলাংনুয়াম মূলত এই পরিবারটির কারণেই পর্যটকদের আকর্ষণে পরিণত হয়েছিল।
Leave a reply