ইসরায়েলে ১ ভোটের হারে নেতানিয়াহু যুগের অবসান

|

ইসরায়েলে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর টানা এক যুগের শাসনের অবসান ঘটল। গতকাল রোববার (১৩ জুন) মাত্র এক ভোটের ব্যবধানে দেশটির পার্লামেন্টে নতুন সরকার গঠনের জন্য আস্থা ভোটে হেরে যান তিনি।

ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে, সরকার গঠনের জন্য জোট সংখ্যাগরিষ্ঠতা পায় ইসরায়েলের বিরোধী দলগুলো। ইসরায়েলের ১২০ আসনের পার্লামেন্ট নেসেটে নেতানিয়াহু সরকারের পক্ষে ভোট পড়ে ৫৯ টি। অন্যদিকে নতুন জোট সরকার গড়ার পক্ষে ভোট দেয় ইসরায়েলি পার্লামেন্টের ৬০ সদস্য।

ইসরায়েলের স্থানীয় গণমাধ্যম বলছে, ইতিমধ্যে জোট সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন নাফতালি বেনেত। স্থানীয় সময় রোববার বিকেল ৪টায় ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের অধিবেশন শুরু হওয়ার পর নেতানিয়াহুর পাশাপাশি বিরোধী জোটের দুই নেতা নাফতালি বেনেত ও ইয়ার লাপিদ বক্তব্য দেন। এরপর ভোটে বিরোধী জোটের পক্ষে রায় আসে। এখন নতুন সরকার গঠনের প্রক্রিয়ায় রয়েছে তারা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply