দীর্ঘ তিনমাস পর করোনাভাইরাসে সর্বনিম্ন দৈনিক মৃত্যু দেখলো বিশ্ববাসী। গত ২৪ ঘণ্টায় মারা গেছে সাড়ে ৬ হাজার মানুষ। পাশাপাশি সংক্রমণ শনাক্তের হারও নিম্নমুখী। রোববার, প্রায় তিন লাখ মানুষের দেহে মিলছে ভাইরাসটি।
চলতি মাসে, প্রথমবারের মতো দু’হাজারের নিচে দৈনিক মৃত্যু রেকর্ড হলো ব্রাজিলে। ল্যাটিন আমেরিকার দেশটিতে রোববার করোনায় মারা গেছেন ১১শ’র বেশি; শনাক্ত হয়েছে ৩৭ হাজার সংক্রমণ। যুক্তরাষ্ট্রে এদিন করোনায় মারা গেছেন ১০০ জন; মাত্র ৫ হাজারের মতো মার্কিনীর দেহে মিললো ভাইরাসটি।
এদিকে, কলম্বিয়ায় এখনো দৈনিক মৃত্যু ৫৮৬। আর্জেন্টিনায় যা নেমে এসেছে আড়াই শতাধিকে। এছাড়াও রাশিয়ায় করোনাতে মৃত্যুবরণ করেন ৩৫৭ জন।
Leave a reply