কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে বিএনপি। বুধবার সকালে, দলীয় প্রধানের অনুপস্থিতিতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিপুল সংখ্যক নেতাকর্মী শহীদ মিনারে গিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেছেন, গণতন্ত্র ও খালেদা জিয়ার মুক্তির জন্য জনগণকে সাথে নিয়ে আন্দোলনে যাবে বিএনপি। রাজনৈতিক সংকট নিরসনে আবারও জাতীয় ঐক্যের আহবান জানান তিনি।
এর আগে, আজিমপুর কবরস্থানে ভাষা শহীদদের সমাধিতে ফুলেল শ্রদ্ধা জানানো হয় বিএনপির পক্ষ থেকে।
যমুনা অনলাইন: টিএফ
Leave a reply