কানাডার ম্যানিটোবায় শতাধিক গণকবরের সন্ধান মিলেছে। ধারণা করা হচ্ছে এগুলো সবই আদিবাসী শিশুদের।
রাজ্যের সাবেক একটি আবাসিক স্কুল প্রাঙ্গণে এই গণকবরের সন্ধান মেলে। এতে ১০৪টি কবর পাওয়া যায়। গণকবরে থাকা দেহাবশেষগুলো কাদের তা জানতে চলছে তদন্ত।
সম্প্রতি ব্রিটিশ কলাম্বিয়ায় বন্ধ হয়ে যাওয়া একটি স্কুল প্রাঙ্গন থেকে ২১৫টি দেহাবশেষ পায় কর্তৃপক্ষ। এ নিয়ে শুরু হয়েছে তোলপাড়। অভিযোগ ওঠে ক্যাথলিক চার্চ পরিচালিত ওই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আদিবাসী শিশুদের জোরপূর্ব ধর্মান্তরিত করা হতো। দিনের পর দিন চলতো নির্যাতন। এ নিয়ে ভ্যাটিকানের তীব্র সমালোচনাও করেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।
এনএনআর/
Leave a reply