ভ্রাম্যমাণ আদালতের মুখোমুখি বরযাত্রীর গাড়ি, জরিমানা দিয়ে ফিরলো নাবালক বর

|

স্টাফ করেসপন্ডেন্ট:

লকডাউনের বিধি-নিষেধ উপেক্ষা করে বিয়ে করতে যাওয়ার সময় মোবাইল কোর্টে ধরা খেয়ে জরিমানা দিয়ে ফিরে গেলো নাবালক বরসহ বরযাত্রী। সাতক্ষীরা থেকে কালীগঞ্জ অভিমুখে যাওয়া বরসহ আত্মীয় স্বজনবাহী মাইক্রোবাসটি আটক করেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাছলিমা আক্তার।

সোমবার (১৪জুন) দুপুরে সাতক্ষীরার দেবহাটা উপজেলার গাজীরহাট বাজারে মোবাইল কোর্ট পরিচালনাকালে এই ঘটনা ঘটে।

তারা বিয়ের উদ্দেশ্যে কালীগঞ্জ উপজেলার চালতেবাড়িয়া গ্রামে কনের বাড়িতে যাচ্ছিল বলে জানালে তাদেরকে মোবাইল কোর্টে ৩ হাজার টাকা জরিমানাসহ মুচলেকা নিয়ে বাড়ি ফিরিয়ে দেয় ইউএনও। পাশাপাশি কনের বাড়িতেও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারকে বিষয়টি অবহিত করেন তিনি।

ইউএনও তাছলিমা আক্তার বিষয়টি নিশ্চিত করে বলেন, লকডাউন উপেক্ষা করে সদর উপজেলার বৈচনা থেকে মহিদুল ইসলামের ছেলে অপ্রাপ্ত বয়স্ক আবু রায়হান (১৮) সহ তার আত্মীয় স্বজনরা বিয়ের উদ্দেশ্যে কালীগঞ্জের চালতেবাড়িয়া গ্রামের মৃত বাবলু গাজীর বাড়িতে যাচ্ছিল। পথিমধ্যে গাজীরহাট এলাকায় মোবাইল কোর্ট চলাকালীন তাদেরকে বহনকারী মাইক্রোবাসটি আটক করা হয়। পরে জরিমানা ও মুচলেকা নিয়ে তাদেরকে পুনরায় বাড়িতে ফেরত পাঠানো হয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply