Site icon Jamuna Television

গুলশানে বহুতল ভবন থেকে পড়ে নারীর রহস্যজনক মৃত্যু

এই ভবন থেকেই পড়ে গিয়েই মৃত্যু ঘটেছে মিতুর।

রাজধানীর গুলশানে বহুতল ভবন থেকে পড়ে গিয়ে এক নারীর রহস্যজনক মৃত্যু হয়েছে। তার নাম ইসরাত জেবিন মিতু (৩০)। সোমবার দুপুরে ভবনের সুইমিংপুলের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তার স্বামী মো. রাতুল একটি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি)। নিহত মিতু্‌ও গ্রুপটির পরিচালক ছিলেন বলে জানা গেছে।

পুলিশ জানিয়েছে, সোমবার দুপুরে গুলশান-২ এর ৬৯ নম্বর রোডের, ৯ নম্বর বাড়ির সুইমিংপুলের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। ফরেনসিক পরীক্ষার পর মৃত্যুর কারণ জানা যাবে।

মিতুর পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো ধরনের অভিযোগ করা হয়নি বলে জানিয়েছে পুলিশ। নিহত মিতুর দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।

Exit mobile version