এরপর থেকে হয়তো ইউরোর কোনো আসরের প্রথম ম্যাচ খেলতে চাইবেন না শেজনি। পোলিশ স্কোয়াডের দ্বিতীয় গোলকিপারকে দিয়ে প্রথম ম্যাচ খেলিয়ে পরবর্তী ম্যাচগুলোয় তাকে খেলানোর সুপারিশ করবেন কোচের কাছে। নইলে প্রতিবার কেন প্রথম ম্যাচেই অনাকাঙ্ক্ষিতভাবে খবরে আসবেন? ২০১২ সালের ইউরোর প্রথম ম্যাচে মাঠ ছেড়েছিলেন লাল কার্ড দেখে। ২০১৬ তে ইউরোর প্রথম ম্যাচে মাঠ ছাড়েন তিনি চোটে পড়ে। আর এবার ইউরো ২০২০ এর প্রথম ম্যাচে ১৮ মিনিটে তার করা আত্মঘাতী গোলে স্লোভাকিয়ার বিরুদ্ধে পিছিয়ে পড়ে পোল্যান্ড।
এরপর অবশ্য ম্যাচে ফিরে আসে লেভানডভস্কির দল। লেফট উইঙ্গার ক্যারল লিনেট্টির গোল ৪৬ মিনিটে ম্যাচে নিয়ে আসে সমতা। কিন্তু ৬২ মিনিটে পোল্যান্ডের সেন্ট্রাল মিডফিল্ডার গ্রেগর ক্রাইশোভিয়াক দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় লেভার পোল্যান্ড। এই ঘটনার ৭ মিনিট পর স্লোভাক ডিফেন্ডার মিলান স্ক্রিনিয়ারের দুর্দান্ত গোলে আবারও লিড নেয় স্লোভেনিয়া। অবশেষে গোলে বেশি শট নিয়েও, বলের দখল বেশি রেখেও ই গ্রুপের প্রথম ম্যাচে হেরে গেল পোল্যান্ড।
Leave a reply