‘ঘুমপাড়ানি ফুটবলে পয়েন্ট ভাগাভাগি স্পেন সুইডেনের’

|

'ঘুমপাড়ানি ফুটবলে পয়েন্ট ভাগাভাগি স্পেন সুইডেনের'

হতাশাজনক এক ড্র দিয়ে ইউরো-২০২০ এর যাত্রা শুরু করলো স্পেন। দুই স্প্যানিশ ফরোয়ার্ড আলভারো মোরাতা ও জেরার্ড মোরেনো পুরো ম্যাচ জুড়েই গোল মিসের মহড়া দেন। আবারও পুরো ম্যাচ জুড়েই বলের দখলে একচ্ছত্র আধিপত্য ধরে রেখেও কেবল ফাইনাল থার্ডের ব্যর্থতায় স্পেন গোলশূন্য ড্র করেছে সুইডেনের সাথে।

গোলমুখে দুঃসময় যেন কাটতে চাইছেই না আলভারো মোরাতার। সেভিয়ার স্টেডিয়ামে এই ম্যাচটি দিয়ে টানা দুই আন্তর্জাতিক ম্যাচে দর্শকদের দুয়োধ্বনি শুনতে হয়েছে তাকে। ৬৫ মিনিটে তার বদলে নামেন জেরার্ড মোরেনো। তিনিও স্কোরশিটে যোগ করতে পারেননি কিছুই।

অবশ্য পুরো স্কোয়াডেই ধারের অভাব ছিল। এভারটনের বেঞ্চ গরম করে রাখা গোলকিপার রবিন ওলসেনকে পরাস্ত করতে পারেনি লুইস এনরিকের দল। ক্লোজ রেঞ্জ থেকে করা ওলসেনের সেইভ গোল বঞ্চিত করেছে মোরেনোকে, জয় বঞ্চিত করেছে স্পেনকে। আলেক্সান্দার আইজাক ও মারকাস বার্গের সামনে সুযোগ এসেছিল স্পেনকে অপ্রত্যাশিত পরাজয়ের স্বাদ উপহার দেবার। কিন্তু দ্বিতীয়ার্ধে দুজনের শটই বারে লেগে ফিরে এলে পয়েন্ট ভাগাভাগি করতে হয় ই গ্রুপের দুই দলকে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply