করোনাভাইরাসে বিশ্বজুড়ে গেলো ২৪ ঘণ্টায় আরও সাড়ে ৬ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। নতুন সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে প্রায় ৩ লাখ।
দিনে সর্বোচ্চ সংক্রমণ এবং প্রাণহানি হয়েছে ভারতে। ১৩০ কোটি জনসংখ্যার দেশটিতে সোমবার কোভিড শনাক্ত হয়েছে ৬২ হাজার মানুষের শরীরে। মারা গেছেন প্রায় দেড় হাজার মানুষ।
দ্বিতীয় সর্বোচ্চ ব্রাজিলে ৪০ হাজার মানুষের শরীরে ধরা পড়েছে করোনা। লাতিন আমেরিকার দেশটিতে প্রাণহানি হয়েছে ৯শ’র বেশি মানুষের। প্রতিবেশি আর্জেন্টিনা এবং কলম্বিয়ায় মারা গেছেন ৫ শতাধিক করে মানুষ।
এছাড়া মহামারির এ যাবৎকালে সবচেয়ে বেশি সংক্রমণ এবং মৃত্যু দেখা যুক্তরাষ্ট্র ২৪ ঘণ্টায় মারা গেছেন ১৮০ জন। এ নিয়ে বিশ্বে করোনায় মোট প্রাণহানি ছাড়িয়েছে ৩৮ লাখ ২৭ হাজার। আর মোট শনাক্ত ১৭ কোটি ৭০ লাখের বেশি।
এনএনআর/
Leave a reply