Site icon Jamuna Television

ইউরোতে আজ মাঠে নামছে ‘গ্রুপ অব ডেথ’

প্রতিযোগিতার বর্তমান চ্যাম্পিয়ন পর্তুগাল, বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স, ফুটবল পরাশক্তি জার্মানি, সাথে হাঙ্গেরিকে নিয়ে ইউরোর ‘এফ’ গ্রুপের লড়াই শুরু হচ্ছে আজ। ইতোমধ্যে এই গ্রুপকে ‘গ্রুপ অব ডেথ’ তকমা দিয়েছেন ফুটবল বোদ্ধারা।

বাংলাদেশ সময় রাত ১০টায় হাঙ্গেরি বনাম পর্তুগালের খেলা দিয়ে শুরু হবে ‘এফ’ গ্রুপের লড়াই। অন্যদিকে, রাত ১টায় মুখোমুখি হবে ফ্রান্স ও জার্মানি। হাইভোল্টেজ দুই ম্যাচকে ঘিরে ফুটবল বিশ্বে উত্তেজনা, উন্মাদনা শুরু হয়ে গেছে অনেক আগে থেকেই।

বুদাপেস্টে পর্তুগাল কে আতিথেয়তা দেবে হাঙ্গেরি। করোনার কারণে এবার ১১টি দেশে ইউরোর ম্যাচ হচ্ছে। বুদাপেস্টে করোনা আক্রান্তের রেকর্ড নেই। এজন্য স্টেডিয়ামের গ্যালারি থাকবে ফুলহাউস। এতে পুরোপুরি স্বাগতিক সুবিধা পাবে হাঙ্গেরি। আজ হাঙ্গেরির বিপক্ষে একটি গোল পেলে ইউরোতে সর্বোচ্চ গোলের রেকর্ড নিজের করে নেবেন সময়ের অন্যতম সেরা খেলোয়াড় ক্রিস্টিয়ানো রোনালদো। ফ্রান্সের মিচেল প্লাতিনির সঙ্গে ৯ গোল করে যৌথভাবে এ রেকর্ড ভাগাভাগি করছেন পর্তুগালের অধিনায়ক। এছাড়াও এবারের ইউরোতে মাত্র ৬টি গোল করতে পারলে জাতীয় দলের জার্সিতে আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলের রেকর্ডও গড়বেন তিনি। ১০৯ গোল নিয়ে বর্তমানে এ রেকর্ডটি দখলে রেখেছেন ইরানের আলী দাই।

অন্যদিকে, জার্মানির আলিয়াঞ্জ অ্যারেনায় ফ্রান্স বনাম জার্মানি মহারণ শুরু হবে রাত ১টায়। কাগজে-কলমে শক্তি, সাম্প্রতিক ফর্ম, অতিত পরিসংখ্যান সবকিছুর বিচারে ফেভারিট ফ্রান্স। বিশ্বকাপ জয়ী এমবাপ্পে, গ্রীজম্যান, কান্তে, পগবাদের ফ্রান্সের ডেরায় করিম বেনজেমার প্রত্যাবর্তনে আরও শক্তিশালি হয়েছে দিদিয়ের দেশমসের দল। এছাড়াও দুই দলের ৩১ মোকাবেলায় ফ্রান্সের ১৪ জয়ের বিপরিতে জার্মানির জয় ১০টি। এমনকি সবশেষ ৫ দেখায় ফ্রান্সকে হারাতে পারেনি জার্মানরা।

তবে ২০১৪ বিশ্বকাপ অনুপ্রেরণার খোরাক যোগাচ্ছে জার্মানিকে। সবশেষ সেবারই ফ্রান্সকে হারের স্বাদ দিয়েছিলো জোয়াকিম লো শিষ্যরা। ইউরো জয়ের অন্যতম দাবিদার জার্মানির রক্ষণভাগ ও মাঝমাঠ দারুণ পরিণত। তবে তারুণ্য নির্ভর জার্মান আক্রমণভাগ মেগা মঞ্চে জ্বলে উঠতে পারলে ফ্রান্সতো বটেই ইউরো জয়ের সক্ষমতা আছে দলটির, বলছেন বিশেষজ্ঞরা।

Exit mobile version