হত্যা ও ধর্ষণচেষ্টার অভিযোগে চিত্রনায়িকা পরীমণির করা মামলার তদন্ত প্রতিবেদন আগামী ৮ জুলাইয়ের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
আজ মঙ্গলবার (১৫ জুন) দুপুরে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কামরুন নাহারের আদালত সাভার থানায় পরীমণির করা ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময়সীমা বেঁধে দেন। এই মামলার প্রধান আসামি নাসির উদ্দিন মাহমুদ ও অমিসহ পাঁচজনের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনেও মামলা করা হয়েছে।
এরই মধ্যে পাঁচ আসামিকে সিএমএম আদালতে নেয়া হয়েছে। তাদেরকে বিমানবন্দর থানায় করা মাদকের মামলায় ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।
সোমবার (১৪ জুন) উত্তরার এক নম্বর সেক্টরের একটি বাসা থেকে নাসির উদ্দিন ও অমিকে গ্রেফতার করা হয়। এ সময় তার সঙ্গে থাকা তিনজন নারীকেও আটক করা হয়। জব্দ করা হয়েছে বিদেশি মদ ও মাদক।
সোমবার দুপুরে সাভার থানায় ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে মামলা করেন নায়িকা পরীমণি। এতে আসামি করা হয় ৬ জনকে।
Leave a reply