আফগানিস্তানে সশস্ত্র গোষ্ঠীর হামলায় প্রাণ গেলো আরও ৪ জন পোলিও টিকা দানকারীর। মঙ্গলবার (১৫ জুন) পৃথক আরেকটি হামলায় আহত হয়েছে আরও ৩ জন্য।
নানগড়হার প্রদেশের জালালাবাদ শহরে সশস্ত্র হামলায় প্রাণ হারান ৪ টিকাদানকারী। এখন পর্যন্ত কোনো সন্ত্রাসী গোষ্ঠীই এই হামলার দায় স্বীকার করেনি। সম্প্রতি, দেশটিতে স্বেচ্ছাসেবী সংস্থাগুলোর ওপর জঙ্গি হামলার হার বেড়েছে । গত মাসেও একই শহরে পোলিও টিকার প্রদানকারী ৩ নারী স্বেচ্ছাসেবীকে গুলি করে হত্যা করেছিল আইএস।
ইউনিসেফের সহায়তায় প্রায় ১ কোটি শিশুকে পোলিও টিকা প্রদানের আওতায় আনার কার্যক্রম চালাচ্ছে আফগানিস্তান। গত বছর দেশটিতে ৫৪ শিশুর পোলিও ধরা পড়ার পর রোগটির ব্যাপারে গণসচেতনতা বৃদ্ধির উদ্যোগ নিয়েছে আফগান সরকার।
Leave a reply