নিরপরাধ কোনো আলেমকে হয়রানি করা হচ্ছে না: ধর্ম প্রতিমন্ত্রী

|

যে সব আলেম অন্যায় ও সহিংসতার সাথে জড়িত, কেবল তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেয়া হয়েছে। নিরপরাধ কোনো আলেমকে হয়রানি করা হচ্ছে না।

মঙ্গলবার সকালে জাতীয় সংসদে ‘হজ ও ওমরাহ ব্যবস্থাপনা বিল-২০২১’ এর ওপর আলোচনায় এমন তথ্য জানান ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান।

এর আগে বিলের ওপর আলোচনায় অংশ নিয়ে বিএনপি’র সংসদ সদস্য হারুন উর রশীদ অভিযোগ করেন, আলেমরা নিপীড়ন ও হয়রানির শিকার হচ্ছেন। দুদককে দিয়ে এদের সম্পদের হিসাব নেওয়া হচ্ছে। তিনি গ্রেফতারকৃত আলেমদের মুক্তির পাশাপাশি নিখোঁজ আদনানকে খুঁজে বের করার দাবি জানান।

হজ ও ওমরাহ ব্যবস্থাপনা বিল-২০২১ এর ওপর আলোচনায় অংশ নিয়ে সংসদ সদস্যরা বলেন, যেসমস্ত হজ এজেন্সি টাকা নিয়েও চুক্তি অনুযায়ী সেবা দেন না তাদের দ্রুত আইনের আওতায় আনা জরুরি। চুক্তি ভঙ্গকারী এজেন্সিগুলোকে সর্বোচ্চ ৫০ লাখ টাকা জরিমানার বিধান রেখে বিলটি পাস করা হয়।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply