প্রয়াত ফুটবলার দিয়েগো ম্যারাডোনার মৃত্যু এখনো আলোচনার সৃষ্টি করছে। অভিযোগ উঠেছে ম্যারাডোনার মৃত্যুর সময় ভুল জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক রিকার্ডো আলমিরন।
৬০ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান ম্যারাডোনা। তার চিকিৎসা ঘিরে ছিলো অবহেলার অভিযোগ। তাছাড়া ইচ্ছাকৃতভাবে তাকে মৃত্যুর দিকে ঠেলে দেয়ারও অভিযোগ ওঠে। এই অভিযোগে ম্যারাডোনার ব্যক্তিগত চিকিৎসক আলমিরন সহ ছয়জন নার্সকে অভিযুক্ত করা হয়েছিলো। জানা গেছে মৃত্যুর আগে দীর্ঘ সময় যন্ত্রণায় ভুগেছেন ম্যারাডোনা। তার চিকিৎসক আলমিরন যে সময় ম্যারাডোনাকে জীবিত অবস্থায় দেখেছেন বলে দাবি করেন, সে সময়ের অনেক আগেই মারা গিয়েছিলেন এই তারকা ফুটবলার। কিন্তু আলমিরন সময়মত তা জানাননি।
Leave a reply