Site icon Jamuna Television

গতির ম্যাচে জার্মানিকে পরাস্ত করলো ফ্রান্স

হাইভোল্টেজ ম্যাচে জয় পেয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। আরেক জায়ান্ট জার্মানিকে ১-০ গোলে হারিয়ে টুর্নামেন্ট শুরু করলো দেশমসের দল।

বায়ার্নের আলিয়াঞ্জ অ্যারেনায় স্বাগতিক জার্মানি ও ফ্রান্সের লড়াইটা শুরু থেকেই ছিলো জমজমাট। তবে ২০ মিনিটে আত্মঘাতী গোল করেন জার্মান ডিফেন্ডার ম্যাট হুমেলস। কিলিয়ান এমবাপ্পের দিকে বাড়ানো লুকাস হার্নান্দেসের পাস ঠেকাতে গিয়ে নিজেদের জালে বড় জড়িয়ে দেন হুমেলস।

৫৪ মিনিটে সমতায় ফেরার বড় সুযোগ হারায় জার্মানি স্ট্রাইকার সার্জ গ্যানাব্রি গোলের সহজ সুযোগ মিস করলে। ৬৬ মিনিটে এমবাপ্পে ও ৮৫ মিনিটে কারিম বেনজিমা দুইবার বল জড়িয়ে ছিলো জার্মানির জালে। কিন্তু দুটি গোলই অফসাইডের ফাঁদে কাটা পড়লে ১-০র জয়ে তুষ্ট থাকতে হয় ফ্রান্সকে।

ইউএইচ/

Exit mobile version