কলম্বিয়ায় সেনাবাহিনীর এক ঘাঁটিতে বোমা হামলায় অন্তত ৩৬ জন আহত হয়েছে। মঙ্গলবার (১৫ জুন) ভেনিজুয়েলার সীমান্তবর্তী শহর কুকুতায় এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, কর্মকর্তার পরিচয়ে গাড়ি নিয়ে ব্যারাকে প্রবেশ করে। ঢুকেই বোমা বিস্ফোরণ ঘটায় তারা। হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট ইভান দুক মার্কুয়েজ। এখনও হামলার দায় স্বীকার করেনি কেউ। তবে বিদ্রোহী গেরিলা সংগঠন এ ফার্ক এ হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
দেশটিতে ফার্ক গেরিলাদের সাথে প্রায় পঞ্চাশ বছর ধরে সংঘাত সরকারের। দীর্ঘ এই সময় ধরে চলা সংঘাতে মৃত্যু হয়েছে অন্তত ছয় লাখ মানুষের। ২০১৬ সালে শান্তি চুক্তি হলেও, তার বাস্তবায়ন হয়নি।
Leave a reply