মুখোমুখি বাইডেন ও পুতিন

|

রুশ-মার্কিন টানাপোড়েনের মধ্যেই মুখোমুখি বৈঠক করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন ও প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

জেনেভায় ১৮ শতকের ভিলা লা গ্রাজে এই হেভিওয়েট বৈঠক অনুষ্ঠিত হয়। কঠোর নিরাপত্তায় স্থানীয় সময় বেলা ১টায় শুরু হয় আলোচনা। এসময় দুই রাষ্ট্রপ্রধানের সাথে ছিলেন দুদেশের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন ও সের্গেই ল্যাভরভ।

বৈঠকে নানা ইস্যুতে আলোচনা করেন পুতিন-বাইডেন। তবে সবচেয়ে গুরুত্ব পায় দুই দেশের পারস্পরিক সম্পর্ক উন্নয়নের বিষয়টি। আলোচনায় বসতে সম্মত হওয়ার জন্য মার্কিন প্রেসিডেন্টকে ধন্যবাদ জানান ভ্লাদিমির পুতিন। বলেন, এই উদ্যোগ দুই দেশের সম্পর্ক উন্নয়নে সহায়ক হবে। অন্যদিকে জো বাইডেন বলেন, যেকোনো সংকট সমাধানে মুখোমুখি আলোচনাই সবচেয়ে ভালো পন্থা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply