Site icon Jamuna Television

লকডাউনে বিয়ের আয়োজন, ২ কমিউনিটি সেন্টারকে জরিমানা সিলেটে

সিলেট প্রতিনিধি:

চলমান লকডাউনের মধ্যে সরকারি নির্দেশনা অমান্য করে বিয়ের অনুষ্ঠান করায় সিলেটে দুই কমিউনিটি সেন্টারকে জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

বুধবার রাতে এক প্রেস নোটে বিষয়টি গণমাধ্যমকে জানায় সিলেটের জেলা প্রশাসনের মিডিয়া সেল।

বুধবার বিকালে সিলেট সদর উপজেলার মোগলগাঁও ইউনিয়নের আউসা এলাকার সাবিনা কমিউনিটি সেন্টারকে ৩০ হাজার টাকা এবং কান্দিগাঁও ইউনিয়নের জাঙ্গাইল এলাকার ইয়াছিন কমিউনিটি সেন্টারকে ২০ হাজার টাকা জরিমানা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে ওয়াহিদের ভ্রাম্যমান আদালত।

এসময় শুধু বিয়ের আনুষ্ঠানিকতা পালন করে সকলকে ফেরত পাঠানো হয়। এছাড়াও পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত সকল শিডিউল বাতিল করতে বলা হয়।

Exit mobile version