Site icon Jamuna Television

মানসিকভাবে চাপে রাখার জন্যই অহেতুক অভিযোগ করা হচ্ছে: পরীমণি

অল ইউনিটি ক্লাবে ভাঙচুরের অভিযোগ এসেছে চিত্রনায়িকা পরীমণির বিরুদ্ধে। কিন্তু মূল ঘটনা থেকে ফোকাস সরানোর জন্যই এমন অভিযোগ তোলা হচ্ছে বলে সংবাদ সম্মেলনে পরীমণি দাবি করেন। তিনি বলেন, মানসিকভাবে আমাকে চাপে রাখার জন্যই অহেতুক অভিযোগ করা হচ্ছে।

বুধবার (১৬ জুন) সংবাদ সম্মেলনে পরী বলেন, যখনই আমি একটা ক্লাবের পরিচালকের বিরুদ্ধে মামলা করেছি, ওমনি ক্লাবে ভাঙচুরের অভিযোগ, বোঝাই যাচ্ছে এসব পরিকল্পিত।

ক্লাবে ভাঙচুরের ঘটনায় পুলিশে অভিযোগ করা হয়নি জানিয়ে পরীমণি বলেন, যদি আমি কোনো অপ্রীতিকর কিছু করে থাকি, তাহলে কেন আটদিন পরে কেন অভিযোগ আসবে।

সম্প্রতি ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে গ্রেফতার আসামিদের বিষয়ে তিনি বলেন, গ্রেফতার হয়েছে শাস্তিা পাবার কথা, কিন্তু এর মধ্যেও মানসিক চাপে রাখার জন্য তারা পরিকল্পিতভাবে এসব অভিযোগ তুলছে।

পরীমণি সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বলেন, আপনারা আমার সাথে থাকবেন। আমি আসলেই একা।

Exit mobile version