Site icon Jamuna Television

ইউটিউবে সবচেয়ে দেখা ভিডিও ‘বেবি শার্ক’

ইউটিউবের সবচেয়ে দেখা ভিডিও ‘বেবি শার্ক’। এখন পর্যন্ত গানটির ভিউ দাঁড়িয়েছে প্রায় ৮৭০ কোটি।

পিংকফং ২০১৫ সালের শুরুতে সালে গানটির একটি অ্যানিমেশন সংস্করণ আপলোড করেছিল। এরপর ২০১৬ তে তারা গানটির নতুন ভিডিও আপলোড করে। এরপরই বাজিমাত। বাচ্চারা এই গানটি পছন্দ করে ফেলে। 

২০০৭ সালে প্রথম গানটি অনলাইনে আসে বলে জানা যায়। তখন অবশ্য এত জনপ্রিয় ছিলো না এই গান। ২০১৮ সালে ইন্টারনেট ট্রেন্ড হয়ে ওঠে বেবি শার্ক চ্যালেঞ্জ- এরপর তো রাতারাতি ভাইরাল হয়ে যায় এই গানটি। গানের সাথে সাথে হাজারও ভিডিও তৈরি হয়। বড়রাও নাচতে শুরু করে গানটির সাথে।

আর এখন তো অবস্থা এমন দাঁড়িয়েছে, বেবি শার্ক দেখিয়ে বাচ্চাদের শান্ত করতে হয়। এমনকি খাওয়ানোর জন্যও ছেড়ে দিতে হয় বেবি শার্ক। 

Exit mobile version