ভারতের উত্তর-পূর্বাঞ্চলে বাংলাদেশিদের পরিকল্পিতভাবে অনুপ্রবেশ করাচ্ছে পাকিস্তান। এমন অভিযোগ করেছেন ভারতের সেনাপ্রধান বিপিন রাওয়াত।
বুধবার ভারতীয় সেনাবাহিনীর এক সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপনের সময় এ কথা বলেন রাওয়াত। বলেন, ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলো দীর্ঘদিন ধরেই পাকিস্তানের লক্ষ্যবস্তু। সেলক্ষ্যেই বাংলাদেশিদের অনুপ্রবেশ ঘটিয়ে নিজেদের পরিকল্পনা বাস্তবায়ন করতে চায় দেশটি। রাওয়াতের মতে অঞ্চলটিকে অস্থিতিশীল করতে চীনও পাকিস্তানকে সহায়তা করছে। এর মাধ্যমে ভারতের সাথে পাকিস্তান এক ধরনের ছায়াযুদ্ধে লিপ্ত হয়েছে।
আসামের বিধানসভায় ইসলামিক দল এআইইউডিএফ এর বিধায়কদের সংখ্যা বেড়েছে বলেও জানান তিনি। বলেন, দীর্ঘদিন ধরে অবৈধ অনুপ্রবেশের কারণেই বিজেপির চেয়েও দ্রুততার সাথে বেড়েছে দলটির কার্যক্রম। এ পরিস্থিতি ঠেকাতে আসামের সঠিক নাগরিক তালিকা প্রণয়ণেরও তাগিদ দেন সেনাপ্রধান
বিপিন রাওয়াতের এমন মন্তব্যের জবাবে হায়দরাবাদের বর্ষীয়ান মুসলিম নেতা আসাদউদ্দিন ওয়াইসি বলেন, সেনাপ্রধান তার নিজের কাজটা ঠিকমতো করলেই ভালো। তার অবস্থান থেকে রাজনৈতিক বক্তব্য দেয়া অনুচিত।
Leave a reply