কেবল মানুষ বা প্রাণী নয়, করোনা মহামারীর প্রভাব পড়েছে যেন জড়বস্তুতেও। জাপানের বিশাল এক ভাস্কর্যের মুখে মাস্ক পরানোর মাধ্যমে তারই প্রমাণ মিললো।
বৌদ্ধ ধর্মের এক দেবীর ভাস্কর্যের মুখে পরানো হয়েছে বিশাল এক মাস্ক। ফুকুশিমায় অবস্থিত হাউকোকুজি আইজু বেতসুইন মন্দিরের এই ভাস্কর্যটি ১৮৭ ফুট উচু। তাই মাস্কও হয়েছে দানবাকৃতির। প্রস্থে সাড়ে ১৭ ফুট ও দৈর্ঘ্যে সাড়ে ১৩ ফুট মাস্কটির ওজন ৩৫ কেজি। এটি পৃথিবীর সবচেয়ে ভারি ও বড় মাস্ক কিনা, তা নিয়েও শুরু হয়ে গেছে আলোচনা।
তিন ঘণ্টা দড়িতে বেয়ে বিশেষভাবে তৈরি মাস্কটি ভাস্কর্যের মুখে পরিয়ে দেন চারজন শ্রমিক। মন্দির কর্তৃপক্ষ বলছে, মহামারী থেকে মুক্তির প্রার্থনার জন্যই দেবীর ভাস্কর্যে মাস্ক পরানো হয়েছে। জাপানে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত মাস্কটি নামানো হবে না বলেও জানায় তারা।
Leave a reply