মহাদেশীয় আসরে কেমন শুরু করলেন মহাতারকারা

|

মাঠে গড়িয়েছে দুই মহাদেশের দুই মর্যাদাপূর্ণ ফুটবল মহারণ কোপা আমেরিকা ও ইউরো চ্যাম্পিয়নশিপ। যাদের নিয়ে আকাশচুম্বী প্রত্যাশা, সেই মেসি-রোনালদো-নেইমারদের শুরুটা কেমন হলো এই দুই আসরে, তা দেখে নেয়া যাক এক নজরে।

কোপা আমেরিকায় উড়ন্ত সূচনা করেছে ব্রাজিল। গোল করে ও করিয়ে অবদান রেখেছেন দলের সেনসেশন নেইমার। এক ম্যাচ পর চুলের রঙে পরিবর্তন এনে ভিন্ন রুপে হাজির এই ব্রাজিলীয় তারকা। এবার নিজেকে সাজিয়েছেন রুপালি চুলে। ফুরফুরে মেজাজে ঝলক দেখাবেন পুরো আসরেই, এমন প্রত্যাশা ভক্তদের।

নেইমারের ঠিক উল্টো চিত্র আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির। আসরের শুরুটা ভালো হয়নি আকাশি-নীল জার্সিতে। দৃষ্টিনন্দন এক গোলে দলকে এগিয়ে দিলেও শেষ পর্যন্ত জুটেছে ড্রয়ের হতাশা। ক্রিস্টিয়ানো রোনালদোর রেকর্ড ভেঙে বর্তমানে খেলা ফুটবলারদের মধ্যে ফ্রিকিকে সর্বোচ্চ গোলের মালিক হবার মতো ব্যক্তিগত সাফল্যের পরও আর্জেন্টিনার হয়ে অধরা শিরোপা জেতার মিশনে তাই তৃপ্তির হাসি নেই মেসির মুখে।

বিশ্বের অন্য প্রান্তে অবশ্য সুখের হাসি ক্রিস্টিয়ানো রোনালদোর মুখে। ইউরো চ্যাম্পিয়নশিপে প্রথম ম্যাচেই জোড়া গোলে নিজ দেশ পর্তুগালকে এনে দিয়েছেন স্বস্তির জয়। ভেঙ্গেছেন ইউরোতে মিশেল প্লাতিনির সর্বোচ্চ গোলের রেকর্ড। পর্তুগালের হয়ে ১০৬ গোলের মালিকের অপেক্ষা এবার ইরানের আলী দায়ীকে ছাড়িয়ে যাওয়া।

রোনালদোর যেখানে স্বপ্নের মতো শুরু সেখানে ফ্রান্সের হয়ে ততোটা আলো ছড়াতে পারেননি কিলিয়ান এমবাপ্পে। জার্মানির সঙ্গে জয় পেলেও সেটি এসেছে আত্মঘাতী গোলে। সব মিলিয়ে প্রত্যাশার শুরু পাননি ফ্রান্সের হয়ে ২০১৮ বিশ্বকাপ জয়ের এই নায়ক।

ইউরোর প্রথম ম্যাচে নিজের ছায়া হয়ে ছিলেন আরেক তারকা ফুটবলার রবার্ট লেভানডভস্কি। ব্যালন ডি’অর জয়ী এই তারকা জেতাতে পারেননি তার দল পোল্যান্ডকে। সবমিলিয়ে মিশ্র অভিজ্ঞতা বিশ্বের তারকা ফুটবলারদের।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply