Site icon Jamuna Television

হামলা মোকাবেলায় শিক্ষকদের অস্ত্র দেওয়ার পক্ষে ট্রাম্প

স্কুলে ঢুকে হামলা চালানোর ঘটনা মার্কিন যুক্তরাষ্ট্রে নতুন কিছু নয়। এ জন্য দীর্ঘদিন ধরে অস্ত্র নিয়ন্ত্রণের জোরালো দাবি জানিয়ে আসছিল দেশটির বিভিন্ন নাগরিক অধিকার সংগঠন।

সম্প্রতি এ ধরনের একটি ঘটনার পর হামলা ঠেকাতে স্কুল শিক্ষকদের অস্ত্র প্রদানের পক্ষে মত দিলেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এ বিষয়ে বিবিসির প্রতিবেদনে জানানো হয়, ফ্লোরিডার একটি স্কুলে গুলির ঘটনায় ১৭ জন নিহত হওয়ার পরিপ্রেক্ষিতে ট্রাম্প স্কুল শিক্ষকদের অস্ত্র প্রদানের পক্ষে মত দিয়েছেন। যদিও এ ধরনের হামলার পর অস্ত্র নিয়ন্ত্রণের দাবি আবারও বেশ জোরালো হয়ে উঠেছে।

ওই হাই স্কুলের শিক্ষার্থীদের সাথে বুধবার হোয়াইট হাউজে অনুষ্ঠিত এক সাক্ষাতে ট্রাম্প বলেন, “আমরা অস্ত্র ক্রেতাদের অতীত ইতিহাস খুব কঠোরভাবে যাচাই করে দেখব। এতে যাচাইয়ে অধিক গুরুত্ব দেওয়া হবে মানসিক স্বাস্থ্যের ওপর।”

প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, “শিক্ষকদের হাতে বন্দুক থাকলে, তারা খুব দ্রুতই যে কোনো হামলা মোকাবেলা করতে পারবেন।”

গত ১৪ ফেব্রুয়ারি ফ্লোরিডার মার্জরি স্টোনম্যান ডগলাস হাই স্কুলে গুলির ঘটনাটি ঘটেছিল। একটি অ্যাসল্ট রাইফেল নিয়ে ১৯ বছর বয়সী এক তরুণ ছুটির ঠিক আগে স্কুলে ঢুকে এলোপাতাড়ি গুলি চালালে ১৭ জন নিহত হন। নিহতদের মধ্যে বিভিন্ন বয়সের শিক্ষার্থী ছিলেন ১৪ জন।

বিবিসি তথ্য অনুসারে, দেশটির কয়েকটি রাজ্যে কলেজ ক্যাম্পাসে অস্ত্র বহনের বৈধতা রয়েছে। তবে এ সুযোগ ফ্লোরিডা রাজ্যের আইনে নেই।

যমুনা অনলাইন: এফএইচ

Exit mobile version