ইনজুরিতে পড়েছেন তামিম ইকবাল

|

ইনজুরিতে পড়েছেন তামিম ইকবাল। ঢাকা প্রিমিয়ার লিগে বৃহস্পতিবার (১৭ জুন) প্রাইম ব্যাংকের হয়ে গ্রুপপর্বের শেষ ম্যাচে খেলার সময় ইনজুরিতে পড়ে এবারের আসরটা এখানেই শেষ হয়ে গেল জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক তামিমের।

তামিমের ইনজুরি কতোটা গুরুতর সে বিষয়ে এখনো নিশ্চিত নন বিসিবির চিকিৎসক। জানা গেছে, তিনি এখনো তামিমকে দেখেননি। আপাতত তাকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন বিসিবির চিকিৎসক।

তামিম যমুনা টেলিভিশনকে জানিয়েছেন, বেশ কিছুদিন ধরেই হাঁটুর ব্যথায় ভুগছিলেন তিনি। ফিল্ডিং এবং রানিং বিটুইন দ্য উইকেটের সময়ও ব্যথা টের পাচ্ছিলেন। অবশেষে বিসিবির মেডিকেল স্টাফ তাকে পরামর্শ দিয়েছেন বিশ্রাম করার। কারণ সামনেই আছে জিম্বাবুয়ে সিরিজ। আন্তর্জাতিক ক্রিকেটের আগেই সুস্থ হয়ে যাবার জন্যই ঢাকা প্রিমিয়ার লিগ থেকে বিরতি নিলেন তিনি।

তামিম তার ঢাকা প্রিমিয়ার লিগ ক্লাব প্রাইম ব্যাংক সম্পর্কে কৃতজ্ঞতা প্রকাশ করে বলেছেন, ক্লাব সব সময়ই তাকে সমর্থন দিয়ে গেছে। এবং তারাও তামিমকে মেডিকেল স্টাফের পরামর্শ অনুযায়ী বিশ্রামে যাবার ব্যাপারে জানিয়েছে আন্তরিকতা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply