পাবনায় আদিবাসী বিধবার ওপর দুর্বৃত্তদের হামলা

|

পাবনা প্রতিনিধি:

পাবনার আটঘরিয়া উপজেলার দেবত্তর ইউনিয়নে পূর্বশত্রুতার জের ধরে আদিবাসী বিধবা নারীর ওপর দুর্বৃত্তদের হামলার ঘটনা ঘটেছে।

জানা যায়, বৃহস্পতিবার (১৭ জুন) ভোর সাড়ে ৬ টায় পূর্বশত্রুতার জের ধরে ৩/৪ জনের একটি দল হাসুয়া, লাঠি-সোটা নিয়ে আদিবাসী সোলেকা শিং (২৮) এর বাড়িতে এসে গালিগালাজ শুরু করে। এ সময় গালিগালাজ করতে নিষেধ করলে তারা হাতে থাকা লাঠি দিয়ে সোলেকাকে এলোপাথারি মারপিট শুরু করে। হাসুয়া দিয়ে কোপ দেয়। এতে সোলেকার মাথায় গুরুতর জখম হয়।

পরে সোলেকাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সোলেকা এখন পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। তার মাথা থেকে কপাল পর্যন্ত ১০ টি সেলাই দিতে হয়েছে।

আটঘরিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এই ঘটনায় সোলেকার বাবা জাতীয় আদিবাসী পরিষদ পাবনা জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি সুবল চন্দ্র শিং বাদী হয়ে কামাল (৫০) এবং অজ্ঞাত আরো ২/৩ জন কে আসামী করে আটঘরিয়া থানায় লিখিত অভিযোগ করেছেন।

জাতীয় আদিবাসী পরিষদ পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক আশিক চন্দ্র বানিয়াস এই হামলায় দোষীদের গ্রেফতার করে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply