ডেনমার্কের বিপক্ষে বেলজিয়ামের দুরন্ত জয়

|

৫৫ মিনিট পর্যন্ত এক গোলে পিছিয়ে থেকেও ডেনমার্কের বিপক্ষে দুরন্ত জয় তুলে নিয়েছে বেলজিয়াম। বৃহস্পতিবার (১৭ জুন) রাতে ইউরোতে নিজেদের দ্বিতীয় ম্যাচে ডেনমার্কের মাঠেই তাদের ২-১ গোলে হারিয়েছে বেলজিয়াম।

পারকেন স্টেডিয়ামে ম্যাচের ২ মিনিটের মাথায় র‍্যাংকিংয়ে শীর্ষে থাকা বেলজিয়ামের জালে বল জড়িয়ে জয়ের স্বপ্ন দেখান ডেনমার্কের ইউসুফ পলসেন। ম্যাচের প্রথমার্ধ্বে দুর্দান্ত খেলেন ডেনমার্কের ইউসুফ পলসেন, মার্টিন ব্র্যাথওয়েট, জোয়াকিম মায়েলে, পিয়েরে-এমিল হয়বিয়া, মিকেল ডামসগার্ডরা।

৫৫ মিনিট পর্যন্ত স্কোরলাইন একই ছিল। এরপরই পিছিয়ে পড়া বেলজিয়ামকে সমতায় ফেরান থরগান হ্যাজার্ড। দ্বিতীয়ার্ধের মাঝামাঝি সময়ে জয়সূচক গোলটি করেন ডি ব্রুইনা।

লিগের শুরুর দুই ম্যাচে জয় নিয়ে এরই মাঝে নক-আউটে জায়গা পাকা করে ফেলেছে রবার্তো মার্তিনেজের বেলজিয়াম। আগের ম্যাচে তারা রাশিয়াকে হারায় ৩-০ গোলে। অন্যদিকে, টানা দুই ম্যাচ হারায় বিদায় কড়া নাড়ছে ডেনমার্কের দরজায়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply