নাটোরে লকডাউনেও শহর এলাকায় বাড়ছে করোনা সংক্রমণ

|

স্টাফ রিপোর্টার, নাটোর:

নাটোর ও সিংড়া পৌরসভায় দ্বিতীয় দফায় লকডাউনের তৃতীয় দিন চলছে। চলমান লকডাউনের পরেও শহর এলাকায় করোনা সংক্রমণের হার কমছে না।

গত ২৪ ঘন্টায় ৯২ জনের নমুনা পরীক্ষা করে ৬৫ জনের সংক্রমণ শনাক্ত হয়েছে। আজ শুক্রবার (১৮ জুন) সকালে সিভিল সার্জন ডা. মিজানুর রহমান
জানান, নাটোর জেলায় সংক্রমণের হার ৭০.৬৫ শতাংশ।

গতকাল বৃহস্পতিবার ২৪ ঘণ্টায় নাটোরে ১২৮ জনের নমুনা পরীক্ষা করে নতুন করে আরও ৬৬ জন আক্রান্ত পাওয়া যায়। ওই দিন সংক্রমণের হার ছিল ৫১.৫০ শতাংশ। এরমধ্যে শহর এলাকায় ৫০ জনের নমুনা পরীক্ষা করে ৩৮ জনেরই করোনা পজেটিভ পাওয়া যায়। অর্থাৎ শহর অঞ্চলেই সংক্রমণের হার ৭৬ শতাংশ।

এদিকে শুক্রবার সকাল থেকেই শহরের গুরুত্বপূর্ণ এলাকায় অবস্থান নিয়েছে পুলিশ সদস্যরা। যাত্রীসহ যানবাহন থামিয়ে জিজ্ঞাসাবাদ করে তবেই তাদের ছাড়া হচ্ছে। যথাযথ কারণ না থাকলে যাত্রীদের নিজ আবাসস্থলে ফিরিয়ে দিচ্ছে পুলিশ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply