‘ইসলাম অবমাননা’ করে ব্লগে পোস্ট করার অভিযোগে ৯ বছর ধরে কারাগারবন্দি সৌদি আরবের ব্লগার রাইফ বাদাউয়ি। ধর্মনিরপেক্ষতা সমর্থনমূলক পোষ্ট করায় ২০১২ সালের জুন মাসে তাকে আটক করা হয়। খবর ডয়চে ভেলের।
পরবর্তীতে অভিযোগ প্রমাণিত হলে ২০১৪ সালে বাদাউয়িকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া দুই কোটি ২৮ লাখ টাকা জরিমানা ও তাকে এক হাজারবার দোররা মারার নির্দেশ দেওয়া হয়।
আন্তর্জাতিক চাপে বাদাউয়ির কারাদণ্ডের মেয়াদ না কমলেও বেত্রাঘাতের সংখ্যা কমেছে। ২০১৫ সালের জানুয়ারিতে একটি মসজিদের সামনে প্রকাশ্যে তাকে ৫০ বার বেত্রাঘাত করা হয়। এরপর আর তাকে ওই শাস্তি পেতে হয়নি।
আদালতের রায় অনুযায়ী ১০ বছর কারাভোগের পর আগামী ফেব্রুয়ারিতে মুক্তি পাওয়ার কথা রয়েছে তার।
নিজের তৈরি ওয়েবসাইট ‘ফ্রি সৌদি লিবারেলস’ এ ব্লগ লিখতেন বাদাউয়ি।
এদিকে, বাদাউয়ির মুক্তির দাবিতে আন্তর্জাতিক বিভিন্ন সংগঠন অতীতে বিভিন্ন কর্মসূচি পালন করেছে। গত বৃহস্পতিবার (১৭ জুন) বাদাউয়ির কারাবন্দির নয় বছর পূর্তিতেও বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।
Leave a reply