কৃষ্ণাঙ্গদের দাসপ্রথা অবসানের দিনকে সরকারি ছুটি ঘোষণা: বাইডেন

|

যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গদের দাসপ্রথা অবসানের দিনটিকে সরকারি ছুটি হিসেবে ঘোষণা করলো বাইডেন প্রশাসন। এখন থেকে প্রতিবছর ১৯ জুন সাধারণ ছুটি থাকবে দেশটিতে।

বৃহস্পতিবার এ সংক্রান্ত বিলে স্বাক্ষর করেন প্রেসিডেন্ট জো বাইডেন। এর কয়েক ঘণ্টা আগেই, কংগ্রেসের উভয় কক্ষে অনুমোদন পায় বিলটি। যুক্তরাষ্ট্রে এ নিয়ে মোট ১২টি জাতীয় ছুটির দিন হলো। এ তালিকায় ৩৮ বছর পর যুক্ত হলো নতুন কোনো ছুটি।

১৮৬৫ সালের ১৯ জুন টেক্সাসে এক ঘোষণায় ক্রীতদাসদের মুক্তি দেয়া হয়। বিলুপ্ত করা হয় দাসব্যবস্থাকে। দিনটিকে ‘জুনটিনথ’ হিসেবে উদযাপন করা হয় যুক্তরাষ্ট্রে। জাতীয় ছুটি ঘোষণার পদক্ষেপকে যুক্তরাষ্ট্রের পাপমোচনের উপায় বলে অভিহিত করেছেন প্রেসিডেন্ট বাইডেন। তার দাবি, দাসত্বের ভয়াবহ স্মৃতি মুছে যুক্তরাষ্ট্র এখন সবার জন্য বাসযোগ্য হয়ে উঠেছে।

এনএনআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply