ঝালকাঠিতে আওয়ামী লীগ অফিসে অগ্নিসংযোগ

|

ঝালকাঠির রাজাপুর উপজেলার চাড়াখালী আওয়ামী লীগ অফিসে অগ্নি সংযোগ করেছে দূর্বৃত্তরা। এতে অফিসে থাকা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সহ কাঠের তৈরি অফিস ঘর ও অন্যান্য আসবাবপত্র পুড়ে যায়।

পুলিশ ও এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার গালুয়া ইউনিয়নের চাড়াখালী বাজারে আওয়ামী লীগ অফিসে অগ্নিসংযোগ ঘটালে মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা টিনসেট ও কাঠ নির্মিত পুরো ঘরে ছড়িয়ে পড়ে। রাজনৈতিক প্রতিপক্ষের কিছু দৃর্বৃত্ত এ ঘটনা ঘটিয়েছে বলে দাবি করেছেন স্থানীয় আওয়ামী লীগ নেতারা।

খবর পেয়ে রাজাপুর থানার ওসি (তদন্ত) ঘটনাস্থল পরিদর্শন করেছেন তবে এ ঘটনায় পুলিশ কাউকে এখন পর্যন্ত গ্রেফতার করতে পারে নি। অগ্নিসংযোগ কৃত আওয়ামীলীগের অফিস পরিদর্শন করেন স্থানীয় আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা লোকমান হোসেন মল্লিক। তিনি উপস্থিত জনতা এবং গণমাধ্যম কর্মীদের বলেন, রাত তিনটার দিকে মোবাইল ফোনে সংবাদ পাই, আমাদের বাজারের অফিসে অগ্নিসংযোগ করা হয়েছে। এ ব্যাপারে আমাদের ব্যক্তিগত অভিমত, রাজনৈতিক প্রতিপক্ষরা আওয়ামীলীগের কর্মী সমর্থকদের আতঙ্কিত করে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। আগামী ২১ জুন ইউনিয়ন পরিষদের নির্বাচনকে সামনে রেখে ভোটারদের মাঝে আতঙ্ক সৃষ্টি করার নীল নকশা তৈরি করেছে। আমরা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ স্থানীয় জনতা সেটা প্রতিহত করবে। আমরা এ ব্যাপারে প্রশাসনের শক্ত হস্তক্ষেপ চাই এবং দূর্বৃত্তদের দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করছি।

এ বিষয়ে রাজাপুর থানার ওসি শহিদুল ইসলাম বলেন, পুলিশ পরিদর্শক (তদন্ত) তার ফোর্স নিয়ে চাড়াখালী বাজারে আগুনে পুড়ে যাওয়া আওয়ামী লীগ অফিস পরিদর্শন করেছে, অগ্নি সংযোগের সত্যতা পাওয়া গেছে, দুষ্কৃতিকারীদের শনাক্তে পুলিশ তৎপর রয়েছে। তবে আওয়ামী লীগের পক্ষ থেকে কোনও লিখিত অভিযোগ বা মামলা এখনও দায়ের করা হয়নি। অভিযোগ পেলেই তদন্ত সাপেক্ষে প্রকৃত দোষীদের খুঁজে বের করে তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply