গঙ্গায় ভাসমান বাক্স থেকে নবজাতক উদ্ধার

|

গঙ্গায় ভাসমান বাক্স থেকে নবজাতক উদ্ধার

ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের গাজীপুরে গঙ্গা নদী থেকে সদ্যোজাত এক কন্যাশিশুকে উদ্ধার করা হয়েছে। মাত্র ৩ সপ্তাহ বয়সী এই শিশুটি নদীতে ভাসতে থাকা একটি কাঠের বাক্সের মধ্যে ছিল। তাকে উদ্ধার করেন স্থানীয় মাঝি গুল্লু চৌধুরী। খবর দ্য গার্ডিয়ানের।

প্রতিবেদনে বলা হয়েছে, গত বুধবার গঙ্গায় একটি কাঠের বাক্স ভাসতে দেখেন মাঝি গুল্লু চৌধুরী। সেটি থেকে কান্নার শব্দ আসছিল। তা শুনে বাক্স খুলে দেখেন ভেতরে সদ্যোজাত এক কন্যাশিশু। এবং যে বাক্স থেকে শিশুটিকে উদ্ধার করা হয়েছে সেটিতে হিন্দু দেব-দেবীদের ছবি লাগানোসহ শিশুর রাশিফলও ছিল। সেখানে জন্ম তারিখও উল্লেখ করা ছিল।

স্থানীয় পুলিশ জানিয়েছে, শিশু কল্যাণ কর্মকর্তাদের মাধ্যমে শিশুকে জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে এখন কার কাছে থাকবে তা এখনো নির্ধারিত হয়নি। ঘটনার তদন্ত চলছে।

এনএনআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply