অস্থিতিশীল চট্টগ্রামের চালের বাজার

|

চট্টগ্রামে কিছুতেই স্থিতিশীল হচ্ছে না চালের বাজার। সব ধরণের চালের দাম উর্ধ্বমুখী। কিনতে গিয়ে বিপাকে পড়ছেন নিম্ন ও মধ্যবিত্তরা। টানা কয়েক মাস ধরে দফায় দফায় দাম বৃদ্ধি এবং বাজারে অস্থিরতার জন্য সিন্ডিকেটের কারসাজিকে দুষছেন পাইকার ও খুচরা বিক্রেতারা।

চট্টগ্রামে চালের সবচেয়ে বড় পাইকারি বাজার পাহাড়তলী এবং চাক্তাইয়ে। যেখানকার আড়তে মজুদ করা আছে শত শত বস্তা চাল। তারপরও সংকট ও লকডাউন সহ নানা অজুহাতে প্রতিদিনই বাড়ছে দাম চালের।

সবচেয়ে কম দামি চালের ভাত খেতে হলেও, কিনতে হবে প্রতিকেজি ৪৮ থেকে ৫০ টাকায়। জিরাশাইলের দাম বেড়েছে বস্তা প্রতি ৩০০ টাকা, মিনিকেট ২০০ টাকা আর কাটারি সিদ্ধ ও আতপ বেড়েছে বস্তা প্রতি ৪০০ টাকা করে। ফলে বাজারে গিয়ে হিমশিম খাচ্ছেন ক্রেতারা।

আকস্মিক চালের এই মূল্যবৃদ্ধির জন্য খুচরা বিক্রেতারা দুষছেন পাইকার এবং আড়তদারদের। সিন্ডিকেটের কারসাজির কারণেই ভরা ভরা মৌসুমেও চালের বাজার অস্থির বলছেন তারা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply