মুন্সিগঞ্জে ধলেশ্বরীর ভাঙন প্রতিরক্ষায় এলাকাবাসীর মানববন্ধন

|

মুন্সিগঞ্জ প্রতিনিধি:

মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ীতে ধলেশ্বরী নদীর ভাঙন থেকে রক্ষা ও বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে নদী ভাঙনকবলিত এলাকাবাসী।

শুক্রবার দুপুরে উপজেলার আব্দুল্লাপুর এলাকায় ধলেশ্বরী নদীর তীরে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। নদীর তীরে দাঁড়িয়ে মানববন্ধনে অংশ নেয় ভাঙনকবলিত স্থানীয় শতশত গ্রামবাসী ও জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন।

মানববন্ধনকারীরা জানান, বর্ষার শুরুতে উপজেলার ধলেশ্বরী নদীর তীরের কিলোমিটারের পর কিলোমিটার জুড়ে ভাঙন দেখা দিয়েছে। এতে ভাঙন আতংকে দিন পার করছে আব্দুল্লাপুর-বেতকা ইউনিয়নের হাজার হাজার মানুষ। এর মধ্যেই কৃষিজমি, বসতবাড়ি, খেলার মাঠসহ বিভিন্ন স্থাপনা বিলীন হয়েছে। ঝুঁকিতে রয়েছে মসজিদ, মাদরাসা ও রাস্তাসহ বহু স্থাপনা। এ অবস্থায় ভাঙন প্রতিরোধে ব্যবস্থা না নিলে এসব স্থাপনাও বিলীনের পথে চলে যাবে। ভিটে-মাটি রক্ষায় দ্রুত ব্যবস্থা গ্রহণসহ ধলেশ্বরী তীরে বাঁধ নির্মাণের দাবি এলাকাবাসীর।

মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্যে রাখেন, স্থানীয় সমাজসেবক ও চিকিৎসক আব্দুল আলিম, সাবেক ইউপি সদস্য শফিউদ্দিন মীরসহ আরও অনেকে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply