ফিলিস্তিনকে ১০ লাখ করোনার টিকা দেবে ইসরায়েল

|

পরে ফেরত দেওয়ার শর্তে ফিলিস্তিনকে ১০ লাখ ফাইজারের করোনা টিকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল। দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।

বিবিসির খবরে বলা হয়েছে, অল্প কিছুদিনের মধ্যেই ফাইজারের এসব টিকার মেয়াদ ফুরিয়ে যাবে। তার আগেই ফিলিস্তিনকে এসব টিকা দিতে চায় ইসরায়েল। তবে টিকা পাওয়ামাত্রই ফিলিস্তিনকে সমপরিমাণ টিকা ইসরায়লকে ফেরত দিতে হবে।

এর আগে ইসরায়েলের প্রায় ৫৫ ভাগ নাগরিককেই ফাইজার বায়োএনটেকের দুই ডোজ টিকা দেওয়া শেষ করেছে দেশটি। অন্যদিকে গাজার পশ্চিম তীরের প্রায় ৩০ ভাগ ফিলিস্তিনিকে এখন পর্যন্ত করোনার এক ডোজ টিকা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন দেশটির কর্তাব্যক্তিরা।

তবে কবে নাগাদ ইসরায়েল ফিলিস্তিনকে এসব টিকা দেওয়া শুরু করবে তা এখনও জানানো হয়নি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply