ভারতীয় কিংবদন্তি অ্যাথলেট মিলখা সিং মারা গেছেন। করোনা পরবর্তী শারীরিক জটিলতায় আইসিইউতে থাকা অবস্থায় স্থানীয় সময় ১১.৩০ টায় মারা গেছেন ভারতীয় এই কিংবদন্তি অ্যাথলেট। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৯১ বছর।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভি স্পোর্টস জানিয়েছে, গত মাসেই করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছিলেন মিলখা সিং। ৫ দিন আগে তার স্ত্রী নির্মল কাউরও করোনা পরবর্তী শারীরিক জটিলতায় মারা গেছেন বলে জানানো হয়েছে।
মিলখা সিং ৪৭.৭৩ সেকেন্ডে তিনি রেস সমাপ্ত করেছিলেন, যা ৪০ বছর ধরে জাতীয় রেকর্ড হিসেবে লিখিত ছিলো। পরে ১৯৯৮ সালে পরমজিৎ নামে একজন স্প্রিন্টার তার রেকর্ড ভেঙেছিলেন।
১৯৫৬ ও ১৯৬৪ সালের অলিম্পিকে ভারতের হয়ে লড়েছেন প্রাক্তন এই সেনা কর্মী। ভারতের হয়ে এশিয়ান গেমসে চারটি সোনাও জিতেছেন তিনি। এমনকি অর্জন করেছেন ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক পদক- পদ্মশ্রী।
Leave a reply