ইসরাইলের দেয়া মেয়াদোত্তীর্ণ টিকা নিচ্ছে না ফিলিস্তিন

|

রয়টার্সের ছবি।

ফিলিস্তিনকে ১০ লাখ টিকা দেওয়ার ঘোষণা দিয়েছিলো ইসরায়েল। তবে ফিলিস্তিন প্রায় মেয়াদোত্তীর্ণ এসব টিকা গ্রহণ করবে না বলে সাফ জানিয়ে দিয়েছে। রয়টার্সের একটি খবরে এমন তথ্য জানা যায়।

ফিলিস্তিনের মুখপাত্র হিসেবে ইব্রাহিম মেলহেম এ কথা জানিয়েছেন। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী মোহাম্মদ শতাইহ প্রায় মেয়াদোত্তীর্ণ এসব টিকা গ্রহণ করতে স্বাস্থ্য মন্ত্রণালয়কে নিষেধ করেছেন।

গত শুক্রবার এই টিকা বিনিময় চুক্তির কথা ঘোষণা করে ইসরাইলের নতুন প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের কার্যালয়। চুক্তি অনুযায়ী ইসরায়েল যে টিকা ফিলিস্তিনকে এখন দেবে, ফাইজারের কাছ থেকে পেলে একই পরিমাণ টিকা ইসরায়েলকে তারা ফেরত দেবে।

এখনও পর্যন্ত পশ্চিমতীর ও গাজায় মাত্র এক ডোজ টিকা পেয়েছেন ৩৩ শতাংশ ফিলিস্তিনি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply