ইরানের ১৩তম প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ শেষ হওয়ার পর চলছে, ভোটগণনা। শনিবার এ নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার কথা রয়েছে।
করোনার সংক্রমণের কারণে এবার বিধি নিষেধ মেনেই কেন্দ্রগুলোতে চলে ভোটাভুটি। এবারের নির্বাচনে মোট ভোটার প্রায় ৬ কোটি।
বিশ্বের ১০১টি দেশে বসবাসরত প্রবাসী ইরানিদের জন্য ৪৫০টি ভোটকেন্দ্র খোলা হয়। বুথফেরত জরিপে দেখা যাচ্ছে বিচার বিভাগের প্রধান রক্ষণশীল শিয়া নেতা ইব্রাহিম রাইসি এগিয়ে রয়েছেন। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির মিত্র রাইসিকে অনেকেই তার উত্তরসূরি হিসেবে দেখে থাকেন। ভিন্নমতালম্বী এবং কয়েকজন সংস্কারবাদী নির্বাচন বয়কটের আহ্বান জানিয়েছেন।
এনএনআর/
Leave a reply