রাজশাহী ও খুলনায় করোনা ও উপসর্গে প্রাণহানি ২১ জনের

|

রাজশাহী ও খুলনায় করোনা ও উপসর্গে প্রাণহানি ২১ জনের

রাজশাহী ও খুলনা বিভাগে করোনা এবং এর উপসর্গ নিয়ে আরও ২১ জন মারা গেছেন। এরমধ্যে খুলনা বিভাগে মারা গেছেন ১১ জন। এ নিয়ে করোনা ডেডিকেটেড হাসপাতাল ৩৩০ জনের মৃত্যু হলো।

অন্যদিকে রাজশাহী মেডিকেলে মারা গেছেন ১০ জন। তাদের মধ্যে ৫ জন রাজশাহীর, বাকি ৫ জন চাঁপাইনবাবগঞ্জের। এ নিয়ে কেবল চলতি মাসেই হাসপাতালটিতে মারা গেলেন ১৯৩ জন। রাজশাহী সিটি এলাকায় দ্বিতীয় দফায় চলছে লকডাউন।

এছাড়া আংশিক লকডাউন ও কঠোর বিধিনিষেধ আছে নাটোর, দিনাজপুর, জামালপুর, গোপালগঞ্জ, শেরপুর ও নওগাঁর বিভিন্ন উপজেলা ও পৌর এলাকায়। সংক্রমণ উর্ধ্বমুখী হলেও বিধিনিষেধ কার্যকরে দেখা গেছে ঢিলেঢালাভাব। সচেতন নয় বেশিরভাগ সাধারণ মানুষ।

এনএনআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply