খুলনা প্রতিনিধি:
করোনা সংক্রমণ অস্বাভাবিকভাবে ছড়িয়ে পড়া ও মৃত্যুহার বেড়ে যাওয়ায় আগামী মঙ্গলবার (২২ জুন) থেকে খুলনা নগরীসহ গোটা জেলায় লকডাউন ঘোষণা করেছে জেলা করোনা সংক্রমণ প্রতিরোধ কমিটি।
সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। এছাড়াও আগামীকাল রবিবার ও সোমবার পূর্বনির্ধারিত কঠোর বিধিনিষেধ অব্যাহত থাকবে।
সভায় জানানো হয়, লকডাউন চলাকালীন জরুরীসেবা ব্যতিত সকল প্রতিষ্ঠান, দোকান-পাট, শপিংমল ও সবধরণের মার্কেট বন্ধ থাকবে। সেই সাথে বন্ধ থাকবে গণপরিবহনও।
এই সভায় সভাপতিত্ব করেন, জেলা করোনা প্রতিরোধ কমিটির সভাপতি ও খুলনা জেলা প্রশাসক মো. হেলাল হোসেন।
এর আগে ১৩০ শয্যাবিশিষ্ট খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালে গত ২৪ ঘন্টায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান ১১ জন। এর মধ্যে ৮ জন করোনায় এবং ৩ জন উপসর্গ নিয়ে মারা যান।
Leave a reply