রাবির প্রশাসন ভবনে তালা দিয়েছে ‘অবৈধ’ নিয়োগপ্রাপ্তরা

|

রাজশাহী প্রতিনিধি:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) চাকুরীতে যোগদানের স্থগিতাদেশ প্রত্যাহারের দাবিতে প্রশাসন ভবন ও সিনেট ভবনে তালা লাগিয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান কতৃক অবৈধ ঘোষিত এডহক ভিত্তিতে নিয়োগপ্রাপ্তরা।

শনিবার (১৯ জুন) সকাল সাড়ে ৮টায় তারা ভবনগুলোতে তালা লাগিয়ে দুপুর একটা পর্যন্ত সেখানে অবস্থান করেন। আন্দোলনরতরাসহ মোট ১৩৮ জন গত ৬ মে সাবেক উপাচার্য আব্দুস সোবহানের মেয়াদের শেষ দিনে এডহক ভিত্তিতে নিয়োগ পেয়েছিলেন। পরে শিক্ষা মন্ত্রণালয় এসব নিয়োগ অবৈধ ঘোষণা করে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, শনিবার সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স কমিটির সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এছাড়া আগামী ২২ জুন বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের জরুরী সভার প্রস্তুতি নেয়া হয়েছে। এই সভার আগেই এডহক নিয়োগ পাওয়া ব্যক্তিরা তাদের স্থগিতাদেশ প্রত্যাহারের দাবিতে দুটি ভবনে তালা ঝুলিয়েছে। এতে ফাইন্যান্স কমিটির সভা সাময়িক বন্ধ রাখার ঘোষণা দিয়েছে প্রশাসন।

আন্দোলনরতরা জানিয়েছেন, পদায়ন করার সুযোগ না দিলে ক্যাম্পাসের স্বাভাবিক কার্যক্রমে বাঁধা দেবেন তারা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply