Site icon Jamuna Television

বিশ্বজুড়ে করোনা সংক্রমণের প্রধান কারণ ডেল্টা ভ্যারিয়েন্ট

বিশ্বজুড়ে করোনাভাইরাস সংক্রমণের প্রধান কারণ হয়ে উঠেছে ডেল্টা ভ্যারিয়েন্ট। শুক্রবার (১৮ জুন) এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বিজ্ঞানী সৌম্য স্বামীনাথ।

তিনি জানান, দ্রুত সংক্রমণ ক্ষমতার কারণে আশঙ্কাজনক হারে বাড়ছে এই ভ্যারিয়েন্টে আক্রান্তের সংখ্যা। ইউরোপে দিন দিন তীব্র হচ্ছে এই ধরনের বিস্তার। পাবলিক হেলথ ইংল্যান্ড’র তথ্য, গত সাত দিনে দেশটির নতুন করোনা কেসগুলোর ৯৯ শতাংশ ডেল্টা ভ্যারিয়েন্ট। জার্মানির শীর্ষ স্বাস্থ্য কর্মকর্তা জানান, টিকাদানের হার বাড়লেও দেশটিতে দ্রুত ছড়াচ্ছে ডেল্টা ভ্যারিয়েন্ট। রাশিয়ায় রাজধানী মস্কোয় শনাক্ত হওয়া বেশিরভাগ রোগীই ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত। ডেল্টার বিস্তারে শঙ্কায় মার্কিন প্রশাসনও। ডব্লিউএইচও বলছে, আলফা ভ্যারিয়েন্টের তুলনায় ৬৫ শতাংশ বেশি সংক্রামক ডেল্টা।

ডব্লিউএইচও’র প্রধান বিজ্ঞানী সৌম্য স্বামীনাথ বলেন, এই মুহূর্তে করোনার যেসব ধরন ছড়াচ্ছে তার মধ্যে মারাত্মক হয়ে উঠছে ডেল্টা ভ্যারিয়েন্ট। অনেক বেশি সংক্রামক বলে এটি আশঙ্কাজনক হারে ছড়াচ্ছে। এই ভ্যারিয়েন্ট ও তা প্রতিরোধে টিকার কার্যকারিতা নিয়ে আরও গবেষণা প্রয়োজন।

Exit mobile version