গাজীপুর প্রতিনিধি:
ঠিকাদারী প্রতিষ্ঠান আর্থিক সংকটে থাকার কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিআরটি প্রকল্পের কাজ ধীরগতি চলছে বলে জানিয়েছেন সেতু বিভাগের সচিব মো. আবু বকর ছিদ্দীক। ঢাকা ময়মনসিংহ মহাসড়ক কাজের অগ্রগতি পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
সকাল ১০টায় পরিদর্শনে আসার কথা থাকলেও তিনি পৌঁছান ১২টায়। এসময় যানজটের কথা স্বীকার করে তিনি বলেন, বিকল্প সড়ক না থাকায় ঢাকা ময়মনসিংহ সড়কটিতে যানজটসহ বিভিন্ন সমস্যা সৃষ্টি হচ্ছে। অতি দ্রুত বিকল্প সড়ক ব্যবস্থা করে মহাসড়কের উন্নয়নের কাজ করতে হবে। পাশাপাশি ঠিকাদার প্রতিষ্ঠানকে দ্রুত কাজ করার জন্য আহবান করব।
এ সময় বিআরটি, গাজীপুর সিটি মেয়র ও মেট্রোপলিটনের উর্ধ্বতন কর্মকর্তারাও উপস্তিত ছিলেন।
Leave a reply