বগুড়া সেনানিবাসে সেনাপ্রধানকে বিদায়ী সম্বর্ধনা

|

বগুড়া প্রতিনিধি:

সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদকে সেনাবাহিনীর আর্মার্ড কোর, কোর অব
ইঞ্জিনিয়ার্স এবং বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের বিদায়ী কর্নেল কমান্ড্যান্ট
হিসেবে সামরিক রীতিতে বিদায়ী সম্বর্ধনা দেয়া হয়েছে। শনিবার (১৯ জুন) সকালে বগুড়া সেনানিবাসে মনোজ্ঞ কুচকাওয়াজের মাধ্যমে জেনারেল আজিজকে বিদায়ী সম্বর্ধনা জানান সেনা
কর্মকর্তা ও সদস্যরা।

অনুষ্ঠানে সেনাবাহিনীর এই তিন ফরমেশনের কর্নেল কম্যান্ডান্ট হিসেবে বিদায়ী বক্তব্য দেন সেনাপ্রধান। জেনারেল আজিজ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টায় বাংলাদেশ সেনাবাহিনী এখন একটি আধুনিক ও চৌকষ বাহিনী হিসেবে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। কঠোর অনুশীলন ও প্রশিক্ষণের মধ্য দিয়ে দেশে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে সেনাবাহিনীর অবস্থান আরো সুদৃঢ় রাখার জন্য সেনা সদস্যদের প্রতি আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে ১১পদাতিক ডিভিশন ও বগুড়া এরিয়ার বিভিন্ন পর্যায়ের সেনা কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply