জিরাফের চেয়ে লম্বা গণ্ডারের ফসিলের সন্ধান

|

জিরাফের চেয়ে লম্বা গণ্ডারের ফসিলের সন্ধান মিলেছে চীনে। প্রায় ২৩ ফুট উচ্চতার দানবাকৃতির এ ফসিল পাওয়ার কথা জানিয়েছেন দেশটির বিজ্ঞানীরা।

২০১৫ সালে চীনের উত্তর-পশ্চিমে গানসু প্রদেশের ওয়াংজিয়াচুয়ান গ্রামে সন্ধান মেলে এই জীবাশ্মের। প্রাপ্ত খুলি ও চোয়াল বিশ্লেষণের পর মিল পাওয়া যায় প্রাচীন ভারতীয় উপমহাদেশে বসবাসকারী বিশালাকৃতির গণ্ডারের সাথে।।

ধারণা করা হচ্ছে, দ্য প্যারাসেরাথেরিয়াম লিঞ্জিয়েন্স নামক এই প্রজাতিটি ২৬.৫ মিলিয়ন বছর আগে পৃথিবীর বুকে বিচরণ করতো। দীর্ঘকার শরীরের ওজন ছিল ২১ টন, যা চারটি আফ্রিকার হাতির সম্মিলিত ওজনের সমান। উচ্চতায় ছাড়িয়ে যেত যেকোন বড় মাপের গাছকেও। বিশাল এই গণ্ডারের বাস ছিল মধ্য এশীয় অঞ্চলে। তাদের জন্য অনুকূল ছিল ক্রান্তীয় আবহাওয়া অঞ্চল।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply